শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতা-কর্মীসহ আটক ৭৫

প্রতিদিন ডেস্ক

কুমিলস্না, চাঁপাইনবাবগঞ্জ, সিলেটের বিশ্বনাথ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতা-কর্মীসহ ৭৫ জন আটক হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত চলে এ অভিযান। প্রতিনিধিদের পাঠানো খবর কুমিল্লা : মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নাশকতার আশঙ্কার অভিযোগে ৬৩ জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনও রয়েছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান জানান, শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিপথগামীদের গ্রেফতার করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জেলার ১৭ উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালানো হয়। গ্রেফতারদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা থেকে গতকাল বিকালে জামায়াতের ৮ নারী নেত্রীকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি জানান, উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুরের একটি বাড়িতে জামাতের কয়েকজন নারী নেত্রী ও কর্মী বৈঠক করেছে এমন খবরে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদী বইও জব্দ করা হয়েছে। বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথের দেওকলস ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি তাহিদ মিয়া, অলংকারী ইউপি পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল ও লামাকাজি ইউনিয়ন ছাত্রদল কর্মী জুবায়ের আহমদকে গতকাল গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন উপজেলা যুবদলের সভাপতি মহীউদ্দিন ঝাডু। শ্রীমঙ্গলের ওসি জানান, মহীউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার আইনে থানায় একটি মামলা রয়েছে।

 

সর্বশেষ খবর