শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়কে ঝরল ছয় প্রাণ

প্রতিদিস ডেস্ক

ময়মনসিংহের ভালুকা, যশোর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, টাঙ্গাইলের সখীপুর ও কিশোরগঞ্জে হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ভালুকা : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার খীরু ব্রিজের উপর গতকাল সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন— ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হেকিম (৫৫) ও ভালুকা পৌর সভার সোহেল মিয়ার ছেলে রাব্বী (১০)। পুলিশ জানায়, খিরু ব্রিজের ওপর ভালুকাগামী একটি পিকআপ পেছন থেকে অটোকশাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা আরেকটি রিকশাকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ এ হতাহত হয়। যশোর : যশোর-নড়াইল সড়কের করিমপুর নামক স্থানে সকালে দুটি বাসের সংঘর্ষে শুষা ভান খিসা চাকমা নামে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় কালী প্রসাদ রায় (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার তারাব পৌরসভার বরপা তেঁতলাব এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। কালী প্রসাদ কায়েতপাড়া ইউনিয়নের বরুণা বসুলিয়া গ্রামের নিতাইকান্ত প্রসাদের ছেলে। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে গতকাল সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল লতিফ (৪৫) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। আব্দুল লতিফ ওষুধ কোম্পানি নাহার ফার্মা গ্রুপের টাঙ্গাইল জেলা এরিয়া ম্যানেজার ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

হোসেনপুর : কিশোরগঞ্জে হোসেনপুর পৌর এলাকায় বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আমির হোসেন (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমির পৌর সদরের মাইপরশ পাড়ার সুরুজ বেপারীর ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর