মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মায়ের কোল থেকে ভ্যানের চাকায়

বিভিন্ন স্থানে চার শিশু নিহত

প্রতিদিন ডেস্ক

মায়ের কোল থেকে ভ্যানের চাকায়

নওগাঁয় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিন পিইসি পরীক্ষার্থী। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

নওগাঁ : আত্রাইয় উপজেলায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু। উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব (৩) আত্রাইয়ের ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজানুর রহমানের ছেলে। জানা যায়, সোমবার সকালে হাবিবকে নিয়ে তার বাবা-মা বাড়ি থেকে ভ্যানে করে আত্রাই উপজেলা সদরে আসছিলেন। মায়ের কোলে বসে ছিল হাবিব। আহসানগঞ্জ রেলস্টেশন পাশে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের ধাক্কা লাগে। এ সময় কোল থেকে হাবিব রাস্তায় ছিটকে পড়লে তার উপর দিয়ে ভ্যানটি চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে  রাজশাহী মেডিকেলে নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। চট্টগ্রাম : পিইসি পরীক্ষা দিতে যাওয়ার পথে টমটম গাড়ির ধাক্কায় মারা গেছে সুমনা আক্তার (১১) নামে এক শিশু। এ সময় আহত হয়েছে সুমনার সঙ্গে থাকা আরেক পরীক্ষার্থী পিংকি। বন্দর থানাধীন বন্দর মার্কেট এলাকায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমনা ওই এলাকার বাবর উদ্দিনের মেয়ে। রংপুর : তারাগঞ্জ উপজেলায় গতকাল মাইক্রোবাস চাপায় নিঝুম নামে এক পিএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা শেষে সোমবার বেলা ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস শিশুটিকে চাপা দেয়। নিঝুম স্থানীয় ঘনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। দুর্ঘটনার পর রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জনতা। লালমনিরহাট : সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাকিব মিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এর আগে এদিন দুপুরে ট্রলিচাপায় আহত হয়েছিল সে। সাকিব সদর উপজেলার চর কুলাঘাট গ্রামের মহির উদ্দিনের ছেলে ও পিএসসি পরীক্ষার্থী ছিল।

সর্বশেষ খবর