মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
রায়পুরায় চারজন নিহত

৪৭ জনকে আসামি করে হত্যা মামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে আওয়ামী লীগের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত স্কুলছাত্র তোফায়েল রানার বাবা আবদুল্লাহ ফকির বাদী হয়ে রবিবার রাতে রায়পুরা থানায় মামলাটি করেছেন। আসামি করা হয়েছে ৪৭ জনকে। সংবাদিকদের সঙ্গে গতকাল মতবিনিময়কালে নরসিংদীর পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহাম্মেদ এ তথ্য জানান। পুলিশ সুপার  বলেন, টেঁটাযুদ্ধ বন্ধ করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার চেষ্টা চালানো হবে। একই সঙ্গে হত্যায় জড়িতদের খুঁজে বের করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান, জাকির হাসান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শাহারিয়ার আলম, গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মোস্তফা, সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান, নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ  করে গত শুক্রবার বাঁশগাড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। নিহতদের মধ্যে তোফায়েল রানা নামে এক এসএসসি পরীক্ষার্থী ছিল।

সর্বশেষ খবর