শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
পাহাড়ের গ্যাস যাচ্ছে সমতলে

বঞ্চিত ১০ লাখ মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি

মানিকছড়ির সিমুতাং গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস যাচ্ছে সমতলের জাতীয় গ্রিডে। ফলে এলাকায় গ্যাস উৎপাদনের পরও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার ১০ লাখ মানুষ। উৎপাদনের প্রায় ৮ বছর পার হলেও জেলাবাসীর গ্যাস সংযোগ দেওয়ার দাবি বাস্তবায়ন হয়নি। জানা যায়, সিমুতাং গ্যাস ক্ষেত্রের ৫ নং কূপ চালু হয় ২০১১ সালে। ২০১৪ সালে চালু হয় ৬ নং কূপ। বছরখানেক যেতে না যেতেই ৬ নং কূপটি বন্ধ হয়ে যায়। বর্তমানে ৫ নং কূপ থেকে দৈনিক গড়ে এক থেকে দেড় মিলিয়ন ঘনফুট গ্যাস যাচ্ছে জাতীয় গ্রিডে। গত জানুয়ারি থেকে ৭ নং কূপ খনন চলছে। আগামী ১ মাসের মধ্যে এ কূপ থেকেও গ্যাস জাতীয় গ্রিডে যাবে। এখানকার উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডের মাধ্যমে সমতল সব জেলায় ব্যবহূত হচ্ছে। অথচ গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন মানিকছড়ি উপজেলাসহ পুরো জেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর