শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত জাহা বকস (৪৫) মেহেরপুর সদর উপজেলার মানিকদিহি গ্রামের আরশাদ আলীর ছেলে। গত মঙ্গলবার তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। ১০ দিন আগে গরুর মাংস খাওয়ার পর জাহা বকস অসুস্থ হন বলে জানান পরিবারের সদস্যরা।

সদর হাসপাতালের ডা. শামীম কবির জানান, জাহা বকস ঠোঁটে ও মুখে ঘা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকদের সন্দেহ হয়। কর্তৃপক্ষ তার শরীর থেকে রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। বৃহস্পতিবার বিকালে রক্ত পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আসে। জাহা বকসের স্ত্রী জানান, ১০ দিন আগে গ্রামের এক কসাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনে আনেন তার স্বামী। সেই মাংস খাওয়ার দুই দিন পর তার ঠোঁটে-মুখে ফোঁট বের হয়। তাদের এলাকায় আরও কয়েকজনের এ সমস্যা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর