শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাল্যবিয়ে রোধে শিক্ষকের উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষার্থী ঝরেপড়া ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছেন দিনাজপুর শহরের ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। প্রায় প্রতিদিন স্কুল ছুটির পর তিনি একে একে শিক্ষার্থীর বাড়ি যান। অভিভাবকদের কাছে বাল্যবিয়ের খারাপ দিকগুলো তুলে ধরেন। ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহ দেন। এ কাজে অনেকটাই সফল ফজলুর রহমান। তার এমন প্রচেষ্টায় এলাকায় শিক্ষার্থী ঝরেপড়ার হার যেমন কমেছে, তেমনি কমেছে বাল্যবিয়ে। ফজলুর রহমান প্রতিদিন একজন করে শিক্ষার্থীর বায়োডাটা, ক্লাসের পারফরমেন্স, উপস্থিতি বিশ্লেষণ করে বিকালে হাজির হন ওই শিক্ষার্থীর বাসায়। প্রধান শিক্ষককে বাসায় পেয়ে উচ্ছ্বসিত হন শিক্ষার্থী-অভিভাবক। ২০১২ সাল থেকে এ উদ্যোগের পর সব শিক্ষার্থীর কাছে তিনি এখন জনপ্রিয় ও আদর্শ শিক্ষক।

সর্বশেষ খবর