শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
হল বন্ধ রাখার সিদ্ধান্ত

রোকেয়ার প্রভোস্ট ২ ঘণ্টা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভর্তি পরীক্ষা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ও চারজন সহকারী প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে হল সিলগালা করতে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রভোস্ট কক্ষে তাদের অবরুদ্ধ করে অবস্থান নেন। দুই ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে। জানা যায়, আগামী ২-৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় শৃঙ্খলার অজুহাতে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিস দেওয়া হয়।

সর্বশেষ খবর