মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

একদিনে সড়কে ঝরল ১৩ প্রাণ

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে পাঁচ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে ৫, ফেনীতে ৩, নোয়াখালীতে ২ এবং ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বাগেরহাটে নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—

গাজীপুর : গাজীপুরে শ্রমিকবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতরা হলেন— মুন্সীগঞ্জের গজারিয়ার মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৫), রাজবাড়ীর পাংশার আছানত বিশ্বাসের ছেলে মাজেদ (৩৮), সিরাজগঞ্জের তারাশের নাজিম উদ্দিন (৫৬), ফজর আলীর ছেলে আব্দুস সামাদ (৪৮) ও রফিকুল ইসলামের ছেলে রাতুল (১৬)। পুলিশ ও এলাকাবাসী জানান, রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা থেকে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস সোমবার সকালে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যাচ্ছিল। পথে হালডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত ও ১১জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। ফেনী : দাগনভূঞায় উপজেলার দুধমুখা এলাকায় দুপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালক ইসমাঈল হোসেন রয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। নোয়াখালী : সেনবাগ উপজেলায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে দুপুরে বাসচাপায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন— সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৩২) ও শ্রীবর্দী গ্রামের আবদুল মতিনের ছেলে  ইসমাইল হোসেন (৩০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুর : শহরতলিতে ঢাকা-বরিশাল মহাসড়কের কবিরপুর বাইপাস এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপচালক রাজু শেখ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক-হেলপার। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল দুপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল বিকালে ভ্যানচাপায় ফাহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র ছিল।

সর্বশেষ খবর