বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনপ্রিয় হচ্ছে আরডিএর কৃষি যন্ত্রাংশ

বাঁচছে সময়, কমেছে ব্যয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জনপ্রিয় হচ্ছে আরডিএর কৃষি যন্ত্রাংশ

সময় ও খরচ বাঁচাতে কৃষি যন্ত্রাংশের উন্নয়নে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। এখানে তৈরি হচ্ছে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ। কৃষকদের কাছে যা দিনে দিনে জনপ্রিয় হতে শুরু করেছে। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় চাষিরা নিজেদের যন্ত্র ভেবে খেত-খামারে এর ব্যবহারও বাড়িয়েছে।

কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালে প্রায় দুই দশমিক ৬ কোটি টাকা ব্যয়ে আরডিএ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি পল্লী ও কৃষি উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবার বগুড়া আরডিএ খামারে তৈরি করা হচ্ছে কৃষি যন্ত্রাংশ। আরডিএর আটটি ইউনিটের মধ্যে সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দে র আওতায় পিপিপি নিয়মে ‘আরডিএ এবং কামাল মেশিন টুলস ব্রান্ড’ নামে ২০০৭ সালে যাত্রা শুরু করে। আরডিএ এবং কামাল মেশিন টুলসের নামে কৃষিযন্ত্র তৈরির কারখানাটি রয়েছে আরডিএ ক্যাম্পাসের পিছন অংশে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে স্থাপন করা কারখানায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা সেখানে ১৬ প্রকার মেশিনারিজ তৈরি করছেন। এর মধ্যে রয়েছে লাইনার সি-১৬, লাইনার সি-১২, লাইনার সি-৬, লাইনার সিডি-৪, ওপেন ড্রাম থ্রেসার, ক্লোজ ড্রাম থ্রেসার, ক্লোজ ড্রাম থ্রেসার স্বচালিত, ঘাস কাটার মেশিন, বেড ফার্মার (সিঙ্গেল), বেড ফার্মার (ডাবল), শস্য নিড়ানী যন্ত্র। শেরপুর উপজেলা থেকে লাইনার কিনতে আসা কৃষক আলম মিয়া জানান, তিনি এখান থেকে ২০০ টাকায় লাইনার সিডি-৪ কিনেছেন। অন্য কোম্পানির কিনতে গেলে ১০-২০ টাকা বেশি লাগে। একাডেমীর সহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আরডিএ কারখানায় তৈরি ঘাসকাটার যন্ত্র থেকে শুরু করে কৃষি কাজের প্রয়োজনীয় সব যন্ত্র তৈরি হচ্ছে। বাজারে কৃষকদের কাছে অত্যন্ত সুলভ মূল্যে এগুলো বিক্রি হচ্ছে। বগুড়া আরডিএর মহাপরিচালক এমএ মতিন জানান, কৃষি যন্ত্র তৈরির পর কৃষি কাজের উন্নয়নে তা বিক্রি করা হচ্ছে। এটি অলাভজনক। এ যন্ত্রগুলো ব্যবহার করে কৃষকের খেতের ফলন বেড়েছে। আধুনিক যন্ত্র ব্যবহারে কৃষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয় এখানে।’

সর্বশেষ খবর