বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেয়ে হত্যার মামলা করায় দুই বছর ধরে বাড়িছাড়া

পুলিশ পাহারায় আদালতে হাজিরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ধর্ষণের পর দুই স্কুলছাত্রীতে বিষ খাইয়ে হত্যায় মামলা করে আসামিদের ভয়ে দুই বছর ধরে বাড়িছাড়া বাদীর পরিবার। মামলার হাজিরার দিন তারা আদালতে আসেন পুলিশ পাহারায়। মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে সোমবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত ছাত্রীর বাবা ও মামলার বাদী বিল্লাল শিকদার।

তার অভিযোগ, ২০১৫ সালের ১৩ আগস্ট মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপী আক্তারকে ধর্ষণ শেষে বিষ খাইয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করে। গত ৩০ জানুয়ারি আটজনের বিরুদ্ধে শুধু আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি পুলিশ। তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন অভিযোগপত্রে আসামি শিপন শিকদার, সালমা বেগম ও রফিকুল ইসলাম সজিবকে অব্যাহতি দিয়ে মেহেদী, আল-আমিন, নাজমুল, উজ্জ্বল, রকিবসহ আটজনের নাম উল্লেখ করেন। বিল্লাল শিকদার বলেন, গ্রেফতার আসামিরা সবাই জামিনে বেড়িয়ে এসে তাদের পরিবারের সহযোগিতায় প্রতিনিয়ত বাদীসহ পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে। ভয়ে দুই বছর থেকে পালিয়ে বেড়াচ্ছে তার পরিবার। আমি পুলিশ পাহারায় আদালতে হাজিরা দিতে আসি। মাদারীপুরের এএসপি (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘মামলাটি সিআইডিতে রয়েছে। আমরা মামলার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলতে পারছি না। বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় থাকলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো। তাদের আইনগত সব সহযোগিতা দেব।’

সর্বশেষ খবর