শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেনাপোলে রফতানি বেড়েছে কমেছে হয়রানি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসে অটোমেশন চালু হওয়ায় বেড়েছে আমদানি-রফতানি বাণিজ্য। সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে পুরো কাস্টম ও বন্দর এলাকা। ফলে কমছে পণ্য চুরি। গতি ফিরেছে বাণিজ্যে। দেশের বৃহত্তর এ স্থলবন্দরে এ সময়ে ম্যানুয়াল বা ফাইলে সীমাবদ্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। এতে পণ্য প্রবেশ বা খালাসে সময় লাগত ৫-৭ দিন। চার বছর আগে চালু হয় কম্পিউটারাইজ। সমপ্রতি বন্দর কাস্টম, শেড ইয়ার্ডে কম্পিউটারাইজ পদ্ধতিতে (অটোমেশনের আওতায়) কাজ চালু হওয়ায় সাত দিনের কাজ হচ্ছে একদিনেই। সিসি ক্যামেরায় নজরদারিতে কমেছে পণ্য চুরি। ফলে আমদানি-রফতানিতে সময় বাঁচছে কমছে খরচ। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানান, সিসি ক্যামেরা স্থাপনের পর বাণিজ্যে গতি এসেছে। এতে খুশি বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। শ্রমিক ইউনিয়নের স্বচ্ছতা বাড়ায় স্বস্তি ফিরেছে বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, কাস্টমসের উন্নয়ন, অটোমেশন ও সিসি ক্যামেরায় বন্দরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। কাস্টম হাউস-বেনাপোল কমিশনার  বেলাল হোসাইন বলেন, ‘বন্দরে এখন রফতানি আগের চেয়ে তিনগুণ বেড়েছে। গত অর্থ বছরে যেখানে মোট ৩০ হাজার মেট্রিক টন পণ্য এ বন্দর দিয়ে রফতানি হয়েছিল সেখানে চলতি অর্থবছরের প্রথম চার মাসেই ৩০ হাজার মেট্রিক টন পণ্য রফতানি হয়েছে। তিনি বলেন, ‘আমদানি-রফতানি বাণিজ্য সমপ্রসারণ, হয়রানি বন্ধসহ রাজস্ব বৃদ্ধিতে কয়েক ধাপ এগিয়ে গেছে বেনাপোল বন্দর।

সর্বশেষ খবর