শিরোনাম
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

উন্নয়নের প্রামাণ্য চিত্র

বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কালিয়াকৈরে ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলার মৌচাক এলাকায় এসব উন্নয়নের প্রামাণ্য চিত্র তুলে ধরেন গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সিকদার জহিরুল ইসলাম জয়।  এ উপলক্ষে উপজেলার মৌচাক এলাকায় এক অনুষ্ঠানে তিনি উন্নয়নের তথ্য চিত্রের লিফলেট ও সিডি গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হকের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, মোশারফ সিকদার, মুরাদ কবীর, আ. ওহাব মিয়া, স্বপন সরকার, আব্দুল্লাহ আল মামুন সবুজ, রুবেল পারভেজসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। —কালিয়াকৈর প্রতিনিধি

মতবিনিময় সভা

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশ দিবে আমরা সেভাবে কাজ করে যাব। নারায়নগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম (বার) পিপিএম (বার) আড়াইহাজার থানা পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথাগুলো বলেন। উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, মজিবুর রহমান, রফিকুল ইসলাম রানা প্রমুখ।

—আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি

ওলামা দলের কর্মিসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে এক কর্মিসভা হয়েছে। গতকাল স্থানীয় উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় সুখন ভবনে মো. স্বপন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান সুখন। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বগুড়ায় কবি সম্মেলন শুরু

বগুড়া লেখক চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। সম্মেলনে এ বছর ৪০ জেলা থেকে দুই শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমরান চৌধুরী। এ সময় প্রধান অতিথি কবি হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর