রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিরের বংশবিস্তার কমেছে করমজল প্রজনন কেন্দ্রে

বাগেরহাট প্রতিনিধি

কুমিরের বংশবিস্তার কমেছে করমজল প্রজনন কেন্দ্রে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দে  লোনা পানির কুমির জুলিয়েট ও পিলপিলের ৯১টি ডিম থেকে একটি বাচ্চাও জন্ম হয়নি। গত দুই বছর ধরে কেন্দ টিতে কুমির বিশেষজ্ঞ না থাকায় এমনটি ঘটছে বলে ধারণা করছে বন বিভাগ। এই সময়ে প্রজনন কেন্দে  প্রায় প্রতিবারই কোনো না কোনো সমস্যায় কুমির জুলিয়েট ও পিলপিলের দেওয়া ডিম থেকে ফুটছে না বাচ্চা। এই বন্যপ্রাণী প্রজনন কেন্দে র অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, কুমিরের ডিম ইনকিউবেটরে দেওয়ার পর থেকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয়। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। সেটি না করার কারণেই গত দুই বছরে পিলপিল ও জুলিয়েটের দেওয়া ডিম থেকে বাচ্চা ফুটছে না। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দে র ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘আমরা যারা এ কেন্দে  কাজ করছি কুমির বিষয়ে আমাদের কারো কোনো প্রশিক্ষণ নেই।’ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দে র কুমির পিলপিল ও জুলিয়েটের ডিম নষ্ট হওয়ার বিষয়টি বন বিভাগ গুরুত্বের সঙ্গে দেখছে।

সর্বশেষ খবর