রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইবিতে ৬৩১ আসন ফাঁকা, ডাকা হবে অপেক্ষমানদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়াদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাদের ভর্তি শেষে মোট দুই হাজার ২৭৫ আসনের মধ্যে ফাঁকা রয়ে গেছে ৬৩১টি। এসব আসনে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। গত ৪ ও ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর থেকে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৫ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানা যায়, ৯ ডিসেম্বর (আজ) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ২২ ডিসেম্বর মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন ও শারীয়াহ অনুষদভুক্ত ‘বি’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ও ১৭ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর