সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উন্নয়নের স্বর্ণযুগে প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

সড়ক ও জনপথ বিভাগ সড়ক, সেতু, কালভার্ট, ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে উন্নয়নের স্বর্ণযুগে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে মৌড়াইলে রেল ওভারপাস এবং কসবা-কুটি জেলা মহাসড়ক প্রশস্তকরণের কাজও শেষ হয়ে গেছে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের ৯২তম কিলোমিটারে শাহবাজপুর ব্রিজ নির্মাণ, ব্রাহ্মণবাড়িয়া শহরের রামরাইল ব্রিজ এপ্রোচ থেকে পুনিয়াউট মোড় পর্যন্ত মহাসড়কে জাতীয় মহাসড়ক মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ,  নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন, সুলতানপুর-চিনাইর-আখাউড়া মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ, জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প (কুমিল্লা জোন)-এর আওতায় ধরখার-আখাউড়া জেলা মহাসড়ক প্রশস্তকরণ, ব্রাহ্মণবাড়িয়া-লালপুর জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও বাঞ্ছারামপুর-হোমনা জেলা মহাসড়ক প্রশস্তকরণ এবং আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে ৪-লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ। প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লা (ময়নামতি)-ধরখার মহাসড়ককে ৪-লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প এবং সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কে আঞ্চলিক মহাসড়ক মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। এ ছাড়া অচিরেই ঢাকা-সিলেট মহাসড়ককে ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে ৪-লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। এর আওতায় ২টি রেল ওভারপাস, ১০টি ফুটওভার ব্রীজ, ৩টি আন্ডারপাস নির্মাণ, ১৬টি ব্রীজ, ৩৬টি কালভাট নির্মাণসহ সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। ২০২০ সালের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। নবীনগব-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের ১৭.৭১ কিলোমিটার নির্মাণ কাজ গত অর্থবছর থেকে শুরু হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪৩ কোটি টাকা। ২০২০ সালে এ কাজ শেষ হবে। কাজ শেষ হলে নবীনগরের সঙ্গে জেলার যোগযোগ সহজ হবে। ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নবীনগর-আশুগঞ্জ সড়কের ২০ কিলোমিটার সড়কের নির্মাণ কাজও একনেকের বৈঠকে অনুমোদনের অপেক্ষায়। চলমান প্রকল্প নবীনগর-শিবপুর-রাধিকা সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করা হলে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সড়কপথের দূরত্ব ৫৬ কিলোমিটার কমবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঞ্ছারামপুর উপজেলা ও জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ঢাকা থেকে বাঞ্ছারামপুর ও নবীনগর হয়ে শিবপুর দিয়ে আগরতলা পর্যন্ত সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে জরিপ কাজ শুরু হয়েছে। এর আওতায় বিশনন্দী ঘাট ও কড়ইকান্দি ফেরি ঘাটে মেঘনা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ ও ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-আখাউড়া স্থলবন্দর মহাসড়কে ৪-লেন জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে।

সর্বশেষ খবর