সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বানিয়াচংয়ে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত এখলাছুর রহমান ওরফে ছালা ফকির (৬৫) ওই উপজেলার ইকরাম মোকামবাড়ির বাসিন্দা।

নাটোর : জেলার লালপুর উপজেলার পদ্মার চরে বালু তুলতে গিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় সবুজ আলী (১৭) নামের ওই  ট্রাকের হেলপার নিহত হয়েছেন। সবুজ উপজেলার দক্ষিণ লালপুর  গ্রামের আসলাম শেখের ছেলে। খুলনা : বিআরটিসি বাসের চাপায় ইজিবাইক যাত্রী আবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। নগরীর দাদা ম্যাচ ফ্যাক্টরির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন চাঁনমারী এলাকার আবুল মালেক মাঝির ছেলে। শরীয়তপুর : নড়িয়ায় ট্রলি-মোটরসাইকেল মুখমুখি সংঘর্ষে উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) প্রশিক্ষক কৃতান্ত হালদার (৪২) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের উত্তর আকসা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃতান্ত হালদার (৪২) বরিশাল জেলার আগুল ঝড়া উপ?জেলার আহু?তি বাট্টা গ্রামের হ?রে কৃষ্ণ হালদা?রের ছে?লে। মাদারীপুর সদর উপজেলার রিসোর্স সেন্টারে ১৪ বছর ধরে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।  মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির সংঘর্ষে মজনু হোসেন (৩৫) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকিয়া খাতুন (২৮) নামে এক নারী আহত হয়েছেন। গাংনী উপজেলার কাজীপুর আলমবাজারে এ দুর্ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর