সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অমীমাংসিত সিলেট-৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৫ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী নিয়ে ধূম্রজাল কাটেনি। এ আসনে মহাজোটের একক প্রার্থী কে, তা খোলাসা করা হয়নি। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন বিভ্রান্তির মধ্যে। এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদারকে। মহাজোটের শরিক জাতীয় পার্টি এ আসনে মনোনয়ন দিয়েছে সেলিম উদ্দিনকে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। জানা গেছে, সিলেট-৫ আসনটি উন্মুক্ত রেখে দেওয়া হচ্ছে। এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয় দলের প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় পার্টি মহাজোট থেকে ২৯টি আসন পেয়েছে। এর বাইরে তারা ১৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। এসব আসনে আওয়ামী লীগের প্রার্থীও থাকবে। গতকাল ঢাকায় গণমাধ্যমকে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৯টি আসন দিয়েছে। এছাড়া ১৩২টি আসনে আমাদের প্রার্থীরা উন্মুক্তভাবে নির্বাচন করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর