সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

কোদাল নিয়ে বিক্ষোভ

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের আটটি কৃষি খামারের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে কোদাল নিয়ে শ্রমিকরা অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল সাতটা থেকে তিন ঘণ্টাব্যাপী উপজেলার লোকমানপুরে কৃষ্ণা কৃষি খামারে এসব কর্মসূচি পালন করে।

—নাটোর প্রতিনিধি

পাবিপ্রবি শিক্ষার্থীদের ৬ দফা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক মাস বন্ধ থাকার পর খোলার প্রথম দিন গতকাল ক্যাম্পাসে ১০ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছয়দফা দাবিতে বিক্ষোভ করে। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, গত ৫ নভেম্বর ৬ দফা দাবিতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করি। আন্দোলনরত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ দিয়ে ক্যাম্পাস অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। —পাবনা প্রতিনিধি

ভোলায় আমন সংগ্রহ শুরু

ভোলায় চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ভোলা সদর খাদ্যগুদামে শনিবার ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যসচিব মো. শাহাবুদ্দিন আহমেদ।

—ভোলা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর