শিরোনাম
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আট কারখানা ছুটি মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ

গাজীপুর প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে গতকাল সকালে গাজীপুরে কয়েকটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষ আটটি পোশাক কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে  ইস্ট-ওয়েস্ট কারখনার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে তারা বিক্ষোভ নিয়ে কারখানা থেকে বের হয়ে পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। কিছু শ্রমিক আশপাশের কারখানায় গিয়ে তাদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানায়। এ সময় ম্যাট্রিক্স, প্রীতি, ব্যান্ডো, ক্রিয়েটিভসহ আটটির কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে।

 ইস্ট-ওয়েস্ট কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) শামীম আহমেদ জানান, কিছু শ্রমিক তাদের বেতন ভাতা বাড়ানোর দাবি জানিয়ে সকালে বিক্ষোভ করে। পরে তারা কারখানা থেকে বের হয়ে অন্য কারখানা থেকে শ্রমিক নিয়ে রাস্তা অবরোধ করে। কারখানার নিরাপত্তার স্বার্থে মঙ্গলবারের জন্য কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। প্রীতি সোয়েটার কারখানার সুইং অপারেটর লাভলী আক্তার জানান, সরকার তাদের যে বেতন বাড়িয়েছে তা দিয়ে সংসার চলেনা। তাই বেতন  ন্যূনতম ১০ হাজার টাকা করার দাবিতে তারা আন্দোলন করছেন। অপরদিকে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, একই দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নীট প্লাস ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধের চেষ্টা করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর