শিরোনাম
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘নারায়ণগঞ্জে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এখনো ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি অভিযোগ করে জেলার পাঁচটি সংসদীয় আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা অবিলম্বে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জেলা রিটার্নিং অফিসারের কাছে দাবি জানিয়েছেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রার্থীরা। তবে সভায় আওয়ামী লীগের কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না। সভায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেই জন্য সন্ত্রাসীদের গ্রেফতার করে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী এস এম আকরাম জানান, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে যেন ছদ্মবেশে কেউ নির্বাচনে হস্তক্ষেপ না করতে পারে। জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নির্বাচনী মাঠে সব প্রার্থীকে সমঅধিকার নিশ্চিত করতে যা করার দরকার তা করব।

সর্বশেষ খবর