বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে ২০ কারখানা ছুটি

শ্রমিক অসন্তোষ

গাজীপুর প্রতিনিধি

নতুন মজুরি কাঠামোতে কারখানা অপারেটররা বঞ্চিত হয়েছে এমন অভিযোগ তুলে গাজীপুরের কোনাবাড়িতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের গুলি ও টিয়ার সেল ছুড়ে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার ২০টি কারখানা গতকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে একই কারণে মঙ্গলবার গাজীপুরে আটটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো বাতিল করে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছে শ্রমিকরা। গতকাল সকালে কোনাবাড়ি এলাকার কারখানায় গিয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে কারখানার সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে তারা। আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায়। এ সময় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, স্ট্যান্ডার্ড স্টিচেস, এনটিকেসিসহ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। কিছুক্ষণ পর থানা ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় সহকারীদের বেতন ৮ হাজার ৩০০ টাকা করা হলেও অপারেটরদের সামান্য বেতন বাড়ানো হয়েছে। এ অবস্থায় তাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিল্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর