শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

আওয়ামী লীগের ৩২ নেতা কর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আওয়ামী লীগের ৩২ নেতা কর্মীর নামে মামলা

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির প্রার্থী জিএম সিরাজের গাড়ি ভাঙচুর ও যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে। গাড়ি ভাঙচুরের অভিযোগে জিএম সিরাজ এবং অগ্নিসংযোগের অভিযোগে যুবদল নেতা মুরাদ হোসেনের মা নিলুফা বেওয়া এ অভিযোগ করেন। এত আওয়ামী লীগের ৩২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বিএনপি প্রার্থী জিএম সিরাজের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন গতকাল এ তথ্য নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, ধুনটে এলাঙ্গী বাজার এলাকায় গত সোমবার সন্ধ্যায় প্রচারণাকালে বিএনপির দুই কর্মীকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর প্রতিবাদ করায় এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সদস্য মুরাদ হোসেনের বাড়িতে রাতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা বিএনপি কর্মী মুনজুরুল হক ও ভুলু মিয়ার দোকান ভাঙচুর করে। জিএম সিরাজ পরদিন মঙ্গলবার সকালে মুরাদ হোসেনের বাড়ি পরিদর্শনে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িসহ তিনটি মাইক্রোবাস ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় আহত হয়েছেন বিএনপির ২০ নেতা-কর্মী।

সর্বশেষ খবর