শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘বিবেকের দেয়ালে’ ব্যাপক সাড়া

প্রতিদিন ডেস্ক

‘বিবেকের দেয়াল’। ধনবাড়ী ইয়ূথ ক্লাব নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছে এ দেয়াল। বিবেকের দেয়ালে অনেকেই কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় জিনিস স্বেচ্ছায় রেখে যাচ্ছেন। এ সব জিনিসপত্র দরিদ্র-শীতার্ত যে কেউ প্রয়োজন ও পছন্দমতো নির্দ্বিধায় নিতে পারেন। ইয়ুথ ক্লাব মাত্র একটি কাপড় দিয়ে বিবেকের দেয়ালের কার্যক্রম শুরু করলেও মত্র কয়েকদিনে সেখানে কাপড়সহ অনেক জিনিস জমা পড়েছে। ইতোমধ্যেই দেয়ালটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ধনবাড়ী ইয়ুথ ক্লাবের সহসভাপতি রাকিব হাসান জানান, উপজেলার ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা কলেজের পুরো সীমানাপ্রাচীরই ‘বিবেকের দেয়াল’। আমাদের লক্ষ্য ধনবাড়ীর মূল পয়েন্ট এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিবেকের দেয়াল স্থাপন করা। ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইয়াকিন জানান, বিত্তবানরা এগিয়ে এলে বিবেকের দেয়াল সার্থক হবে। এখান থেকে সহযোগিতা পাবে পিছিয়ে পড়া মানুষ। এ দেয়ালে রাখা জিনিসপত্রের মধ্যে আছে শীতবস্ত্র, জামা-কাপড়, জুতা, বিছানার চাদর, থালা, বাটি, হাঁড়ি-পাতিল, গ্লাস ইত্যাদি। একই উদ্দেশে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন এডুকেটেড ইয়ুথ সোসাইটি স্থাপন করেছে ‘ভালোবাসার প্রাচীর’। দরিদ্র, শীতার্তদের শীতবস্ত্র বিতরণের জন্যই এ উদ্যোগ। সামর্থবানদের কাছ থেকে পুরাতন শীতবস্ত্র সংগ্রহ করে তা নিউমার্কেট সংলগ্ন একটি দেয়াল ঝুলিয়ে রাখা হচ্ছে। ‘ভালোবাসা প্রাচীর’ থেকে যে কেউ পছন্দের শীতবস্ত্র সংগ্রহ করতে পারবেন। গত সোমবার সন্ধ্যায় এ দেয়াল উদ্বোধন করেন বোয়ালমারীর ইউএনও। এরই মধ্যে ‘ভালোবাসার প্রাচীর’ সব শ্রেণির মানুষের মধ্যে সাড়া ফেলেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘মহানুভবতার দেয়াল’। সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের সামান্য প্রয়োজন মেটাতে স্কুলের শিক্ষার্থী-শিক্ষকরা এই উদ্যোগ নেন। শিক্ষার্থীসহ যে কেউ ‘মহানুভবতার দেয়ালে’ ঝুলানো হ্যাঙ্গারে প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ শীতবস্ত্র রেখে আসতে পারেন। চাইলেই প্রয়োজনমতো এ সব কাপড় নিয়ে যেতে পারেন যে কেউ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর