শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘পাহাড়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট আদায় করা যাবে না’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের ভোট আদায় করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একেএম মামুনুর রশিদ। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে কোনো ষড়যন্ত্রকারী সুযোগ নিতে পারবে না। ভোটারদের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাঙামাটির ২০৩টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বুধবার তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, পুলিশ সুপার আলমগীর কবিরসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর