সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনা

স্বামী-স্ত্রীসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত ও আহত হয়েছেন ৩৫ জন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধান শিক্ষক নিহতের প্রতিবাদে মানববন্ধন ও সভা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি নামক স্থানে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার চন্দ্রবাস গ্রামের রবিউল ইসলাম (৩২), তার স্ত্রী শ্যামলী খাতুন (২৮) ও পাশের নেপা গ্রামের মো. উজ্জল (২২)। জীবননগর থানার উপপরিদর্শক শতদল মজুমদার জানান, জীবননগর থেকে চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগতির বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। টাঙ্গাইল : টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ধনবাড়ীর হাজরাবাড়ী এলাকায় সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহত যাত্রীর নাম আফছার আলী। তিনি ধনবাড়ী উপজেলার জামতলী পোড়াবাড়ী গ্রামের আ. হামিদের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কিশোরগঞ্জ : হোসেনপুরে ট্রাক্টরচাপায় মতি মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি হোসেনপুর উপজেলার পানান জলগাতি গ্রামের খোদা নেওয়াজের ছেলে। পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে মতি মিয়া সাইকেলে করে যাচ্ছিলেন। উপজেলার ধুলঝরি চায়না মোড়ে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার মনোহরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নওগাঁ : নওগাঁর পোরশায় পাথর বহনকারী ট্রাকের চাপায় গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ (৫৫) নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গাঙ্গুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গফুর উপজেলার পোরশা গ্রামের মোজাম শাহের ছেলে। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধান শিক্ষক নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেফতারসহ চার দফা দাবিতে মানববন্ধন হয়েছে। দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গতকাল বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুর বাজারে বাসচাপায় মারা যান প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলী। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর