রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ট্রাকে ক্ষতিগ্রস্ত সড়কে দুর্ভোগ

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

ট্রাকে ক্ষতিগ্রস্ত সড়কে দুর্ভোগ

কুষ্টিয়া শহরের জুগিয়া-ভাটাপাড়া সড়ক -বাংলাদেশ প্রতিদিন

কুষ্টিয়া শহরের জুগিয়া-ভাটাপাড়া সড়কটি এখন এলাকাবাসীর কাছে মহাবিপদের নাম। পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পাকা এ সড়কটির অবস্থা কাঁচা রাস্তা থেকেও খারাপ। প্রতিদিন অবৈধ বালুবাহী শত শত ট্রাক চলার কারণেই সড়কটির বেহাল দশা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। সরজেমনি পৌরসভার কানাবিল মোড় এলাকায় গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-ঈশ্বরর্দী মাহসড়ক থেকে শুরু হয়ে সড়কটি জুগিয়া হয়ে গড়াই নদীর তীর ঘেঁষে চলে গেছে কুপদাহ হাট এলাকায়। বালুবাহী বড় ড্রাম ট্রাক চলার কারণে সড়কটি কয়েক ফুট দেবে গেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙ্গা ও চলাচল অনুপযোগী সড়কটি দিয়ে তবুও বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত রয়েছে। অটোরিকশা, ভ্যান, বাই সাইকেল নিয়ে যারা চলাচলকারীদের পড়তে হয় বিরম্বনায়। ট্রাক যখন আসছে তখন পাশে দাঁড়িয়ে থাকতে হয় ভ্যান ও অটোগুলোকে। স্থানীয়রা জানান, জুগিয়া ভাটা পাড়ায় একটি বালু মহাল রয়েছে। এক সময় জেলা প্রশাসন এ বালু মহালটি ইজারা দিলেও দীর্ঘদিন ধরে সেটি বেহাত। এই বালু মহাল থেকে বালু নিয়ে প্রতিদিন এ সড়ক দিয়ে দুই শতাধিক ট্রাক চলাচল করে। স্থানীয় আব্দুল হক বলেন, কয়েকদিন আগে নিন্মচাপের ফলে বৃষ্টি হলে সড়কটিতে হাটু কাঁদা হয়ে যায়। ট্রাক চলাচল করতে পারলেও দুই দিন সড়ক দিয়ে ভ্যান, রিকশা, অটো চলাচল বন্ধ ছিল। দুর্ভোগের শিকার হন মানুষ। অন্য সড়ক দিয়ে ঘুরে তাদের চলাচল করতে হয়েছে। আবার রোদের সময় ধুলায় রাস্তা দিয়ে হাটা মুশকিল হয়ে পড়ে। সড়কের দুই পাশেল বাড়িতেও টেকা দায় হয়ে যায়।  কয়েকজন ব্যবসায়ী জানান, এ এলাকাটি কয়েক বছর আগে বারখাদা ইউনিয়নের মধ্যে ছিল। সম্প্রতি পৌরসভায় অন্তর্ভক্ত হয়েছে। সড়কটি এলজিইডি কয়েক বছর কোটি টাকা ব্যায় করে সংস্কার করে দেয়। এরপর এলাকার মানুষ কিছুদিন স্বস্তিতে ছিল। এক বছর হলো সড়কটি দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রভাবশালীদের ট্রাক চলাচল করায় কেউ মুখ খুলতে সাহস পায় না।  কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘সড়কটি অবস্থা ভয়াবহ। বালুবাহী ট্রাক চলাচল ও অব্যবস্থাপনার কারণে সড়কটি একেবারে নষ্ট হয়ে গেছে। কিভাবে এটি চলাচলের উপযোগী করা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে’। কুষ্টিয়া সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। বালুবাহী বড় ড্রাম ট্রাক চলাচল করার কারণে সড়কটি ঠিক থাকছে না।

সর্বশেষ খবর