রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেগুনের কেজি দেড় টাকা!

জামালপুর প্রতিনিধি

বেগুনের কেজি দেড় টাকা!

জামালপুরে বাজারে বেগুনের স্তূপ -বাংলাদেশ প্রতিদিন

লাভের আশায় শীতের সব্জি বেগুন আবাদ করে এখন লোকসানের মুখে পড়েছে জামালপুরের বেগুন চাষীরা। ভরা মৌসুমেও এক কেজি বেগুন বিক্রি হচ্ছে দেড় টাকায়! বাজারে দাম না থাকায় অনেক কৃষক তাদের বেগুন ক্ষেতেই রেখে দিচ্ছে গো-খাদ্য হিসেবে।

বেগুনের হাট হিসেবে পরিচিত মেলান্দহ স্টেশন বাজারে দাঁড়িয়ে শাহজাতপুর গ্রামের আকালু শেখ বলেন, ‘ভাই এক লাখ টেকা খরচ করে চার বিঘা জমিত বেগুন চাষ করছিলাম। এহন পর্যন্ত বেগুন বেচছি ৩০ হাজার টেকার। লাভ তো দূরে থাক আসলই তুলবার পারতাছি না। বাজারে এক মণ বেগুনের দাম এহন ৬০ টেকা। আকালুর মতো একই অভিযোগ শাহজাতপুর গ্রামের ধরু, বেলাল ও পারুলের। শুধু  মেলান্দহ নয়, জামালপুরের সাতটি উপজেলার কৃষকদেরই একই অবস্থা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। এক সঙ্গে সব খেতে বেগুন উৎপাদনে আসায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষীরা। দেশে বেগুন সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার না থাকায় এ সব বেগুন সংরক্ষণেরও সুযোগ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর