শিরোনাম
রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে ৩ প্রার্থী

লক্ষ্মীপুরে ভোট কেটে নেওয়ার আশঙ্কা আছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ সদর আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ঐক্যফ্রন্টের আবুল খায়ের ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূইয়া পৃথক সংবাদ সম্মেলন করেছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় গতকাল এ সংবাদ সম্মেলন করেন তারা। শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ্যানী অভিযোগ করেন, লক্ষ্মীপুরে ভয়ানক ও অরাজক পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর থেকে লক্ষ্মীপুরবাসীকে মুক্ত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। আবুল খায়ের ভূঁইয়া তার বাসায় সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ৩০-৪০ পার্সেন্ট ভোট কেটে নেবে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন প্রতিটি ইউনিয়নে তার এজেন্ট-কর্মীর বাড়ি বাড়ি গিয়ে সরকারি দলের লোকজন আপেল প্রতীকের পক্ষ নিয়ে হামলা চালাচ্ছে। আইন শৃঙ্খলাবাহিনী বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করছে। স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া অভিযোগ করেন, মুখোশধারী বহিরাগত সন্ত্রাসীরা তার এজেন্টদের কেন্দ্রে না যেতে হুমকি ধামকি দিচ্ছে।

সর্বশেষ খবর