রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটের নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান মুফতি ফয়জুল করীমের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর আসনের শায়েস্তাবাদ এলাকায় ভোটার স্লিপ বিতরণরত হাতপাখা মার্কার তিন কর্মীর ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না, বড়ভাই মো. মনির সরদারের নেতৃত্বে স্থানীয় দিবাকর খলিল হাওলাদারের বাড়িতে হাতপাখা মার্কার কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ফয়জুল করীমের মিডিয়া সমন্বয়কারী মো. শরীয়াতুল্লাহ। হামলায় আহতরা হলেন শাজাহান হাওলাদার, মো. আবুল কালাম খান এবং মো. আবু জাফর। তাদের শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এক বিবৃতিতে দলের সিনিয়র নায়েবে আমির ও সদর আসনে হাতপাখা মার্কার প্রার্থী মুফতি ফয়জুল করীম এক বিবৃতিতে বলেন, তাদের কর্মীদের হামলা-মামলার ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তাদের কর্মীরা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে, সুতরাং তাদের প্রাণনাশের হুমকি দিলেও তারা পিছ-পা হবে না। তাদের জানবাজ কর্মীরা ইতিমধ্যে আল্লাহকে সাক্ষী রেখে জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছে। এদের ওপর হাত তোলার আগে চিন্তা-ভাবনা করা উচিত।

সর্বশেষ খবর