রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বিএনপি প্রার্থীর অভিযোগ

ময়মনসিংহ-৪ আসন এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে

ময়মনসিংহ প্রতিনিধি

মহাজোটের প্রার্থীর সমর্থকরা ভোটারদের ভয় দেখাচ্ছেন, যাতে তারা ভোট দিতে না যান- গতকাল নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিএনপির কর্মী-সমর্থকদের ভয় দেখাতে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালানোর বিষয়টি প্রশাসনকে জানানো হলে অস্ত্রধারী নোমানকে গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়। ওয়াহিদ বলেন, ময়মনসিংহের মানুষ সচেতন। তারা ভোট দিতে যাবেনই। প্রতিপক্ষরা আকুয়া ইউনিয়নের সব ভোট কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে চাচ্ছে। এজন্য প্রত্যেক কেন্দ্রে যারা কাজ করতে যাবেন তাদের নিরাপত্তায় আমরা পাহারা দেব। তিনি বলেন, ১৭৬টি কেন্দ্রে ৯৪৫ জনকে পোলিং এজেন্ট নিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে এদের অনেককেই নিয়োগ দেওয়া হবে না। যদি দেখি তাদের আইডি কার্ড দিচ্ছে না তাহলে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আদায় করা হবে।

ওয়াহিদ ঘোষণা করেন, একজন এজেন্টও যদি না থাকে তার পরও তারা সর্বশেষ ফলাফল নিয়ে ঘরে ফিরবেন। এ সময় সাবেক এমপি নুরজাহান ইয়াসমীন, জেলা বিএনপির যুগ্মসম্পাদক কাজী রানা, সহসাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের জেলা সদস্যসচিব ডা. মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর