সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অগ্রযাত্রায় শামিল হতে পেরে আনন্দিত নতুন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অগ্রযাত্রায় শামিল হতে পেরে আনন্দিত নতুন ভোটাররা

ভোট দিতে পেরে আনন্দিত বগুড়ার নতুন ভোটাররা। কয়েকদিন ধরে ভোটাধিকার প্রয়োগের জন্য তারা মুখিয়ে ছিল। গতকাল বিভিন্ন এলাকায় নতুন ভোটারদের সেজেগুজে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। জেলার কোথাও উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বগুড়া সদরের প্রি ক্যাডেট স্কুল ও কলেজে ভোট দিতে আসা তরুণ ভোটার সুবা সাইয়ারা জানান, ভোটের পরিবেশ ভাল ছিল। কেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত তার মনে ভয় থাকলেও ভোট কেন্দ্রে নিরাপত্তা ও আয়োজন দেখে ভাল লেগেছে। তিনি নির্বিঘ্নে জীবনে প্রথমবারের মতো ভোট প্রদান করেছেন। ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করেন।

বগুড়া সদর উপজেলার পিটিআই কেন্দ্রে ভোট দিতে আসা সাজিদ শাহরিয়ার জানান, নতুন পোষাক পড়ে তিনি ভোট প্রদান করেছেন। তিনি ঢাকার একটি বেসরকরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গাবতলী উপজেলার চকবোচাই প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। নারী পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

সর্বশেষ খবর