মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯০ ভাগেরও বেশি ভোট পেয়েছেন তিন তরুণ

ময়মনসিংহ-১, ৯, ১০

সৈয়দ নোমান, ময়মনসিংহ

প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯০ ভাগেরও বেশি ভোট পেয়েছেন তিন তরুণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ের হাসি হেসেছেন আওয়মী লীগের তিন তরুণ প্রার্থী। এরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আনোয়ারুল আবেদীন তুহিন ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল। তবে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৯৯ ভাগ বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সংসদে যেতে চলছেন গফরগাঁও আসনের বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। বেসরকারি ফলাফলে বাবেল ২ লাখ ৮১ হাজার ২৩০টি ভোট পান। অন্যদিকে ধানের শীষের প্রার্থী সৈয়দ মাহমুদ মোর্শেদ পান মাত্র ৩ হাজার ১৭৫ ভোট। অন্যদিকে নান্দাইল আসনে আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রতিপক্ষের চেয়ে ৯২ ভাগ ভোট বেশি পেয়েছেন। তার মোট ভোট সংখ্যা ২ লাখ ২৭ হাজার ২৭৩। আর বিএনপি প্রার্থী খুররম খান চৌধুরী পেয়েছেন ২০ হাজার ৮৬০ ভোট। বয়সে সবচেয়ে তরুণ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের বর্তমান এমপি জুয়েল আরেং। এবার তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯২৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী আফজাল এইচ খান পেয়েছেন ২৮ হাজার ৬৩৬ ভোট। সে হিসাবে ৯০ ভাগ ভোট পেয়ে আবারো সংসদে যেতে চলেছেন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাড. প্রমোদ মানকিন পুত্র। ভোটের এমন হিসাব-নিকাশে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই স্বপ্নবাজ তরুণরা। এমপি বাবেল বলেন, বিগত যেকোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে বেশি উন্নয়নের স্বাদ পেয়েছে গফরগাঁওবাসী। নিরাপদে থেকেছে, জীবন-যাত্রার মান বেড়েছে। তাই এই ভোট বিপ্লব। আর আনোয়ারুল আবেদীন খান তুহিনের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, অবকাঠামোগত উন্নয়ন কমযজ্ঞ, তরুণদের জন্য নানা কর্মসংস্থান সৃষ্টি ও শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে নান্দাইলকে নতুনভাবে চেনানোর ফলেই নিরুঙ্কুশ বিজয়। রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওই তিন তরুণ জনপ্রতিনিধির মোট ভোট সংখ্য ৭ লাখ ৬৭ হাজার ২৩০ ভোট। বিপরীতে ঐক্যফ্রন্টের প্রাপ্ত মোট ভোট ৫২ হাজার ৬৭১। যদিও সেসব আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব আচরণ, ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অনিয়ম আর অভিযোগ এনে ভোটের দিনই ভোট বর্জন করেছেন।

 

সর্বশেষ খবর