বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়কে পাঁচ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

নাটোর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা সড়কে প্রাণ গেছে পাঁচজনের। সোমবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- নাটোর : লালপুর উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ছিমলতলায় সোমবার রাতে খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহীর প্রাণহাটি ঘটেছে। নিহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার শেকপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২৬) ও লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ (২৬)। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলার আমতলা বাজার এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় শাহিন সাহেদ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শাহিন সাহেদ জয়পুরহাট জেলার চক গোপাল এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি প্রাইম ব্যাংকের হাতীবান্ধা শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে হাতীবান্ধা আমতলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শাহিন।

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলায় টেম্পুর নিচে চাপা পড়ে সাদিকুল ইসলাম (৪৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফিল্ডেরহাট নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুল শিবগঞ্জ উপজেলার লাগানপাড়া গ্রামের সাইরু শেখের ছেলে।

 

ভাঙ্গা : ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ডে গতকাল বেলা ১১টার দিকে বাসচাপায় অজ্ঞাত ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহফুজার রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় কিছুদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর