বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শাকিল আহম্মেদ নামে যুবকের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নন্দীগ্রাম পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে শাকিল আহম্মেদ নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত শাকিল আহম্মেদকে সাতদিনের জেল দেয়।  -নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ব্যতিক্রমী আয়োজন

নেত্রকোনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘শিশু ছায়া’ খ্রিস্টীয় বছরের প্রথম দিন শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে উদযাপন করেছে। তারা জেলা শহরের পশ্চিম চকপাড়া, ছোটগাড়া, সদরের দরিজাগী, বাড়াইল, চুচুয়া, মারাদিঘী, দূর্গাপুরের ঝাঞ্জাইল বাজারসহ বেশকিছু এলাকায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। উদীয়মান কিছু তরুণ নিজেদের অর্থ দিয়ে ফান্ড গঠন করে এ কর্মকা- পরিচালনা করছে। তারা গত পাঁচ বছর ধরে ঈদসহ বিভিন্ন দিবসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।-নেত্রকোনা প্রতিনিধি

সহপাঠী হত্যার শাস্তি দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফাউগান এলাকায় স্কুলছাত্র সাদমান ইকবাল রাকিন (১০) হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বই উৎসবের দিনে নিহতের সহপাঠীরা এ দাবি জানায়। মঙ্গলবার ফাউগান বাজারে রাজেন্দ্রপুর-ফাউগান-প্রহলাদপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও গ্রামবাসী মানবন্ধনে অংশ নেন। -শ্রীপুর প্রতিনিধি

দেয়ালচাপায় বৃদ্ধার মৃত্যু

সিলেটের কানাইঘাট উপজেলায় মাটির দেয়ালের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সাহিদা বেগম নামে ওই বৃদ্ধা উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামের আব্দুল মছব্বিরের স্ত্রী। গতকাল সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। -নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসীর বাড়িতে ডাকাতি

আদমদীঘি উপজেলা সদরের পাকা রাস্তার মোড় নামক স্থানে সোমবার দিবাগত রাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। -আদমদীঘি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর