বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পুলিশ-সাংবাদিকসহ আহত ১০ যুবলীগের ৬ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুরে সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের সদর হাসপাতালে চিকিৎসারত যুবকের ওপর হামলার চেষ্টাকে কেন্দ্র করে গতকাল পুলিশ-যুবলীগ সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ আহত হয়েছে ১০ জন। ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা মাহবুব, ছাত্রলীগে আশেক, রোকন, সাইমুন, রনিসহ ৬ জনকে আটক করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও যুবলীগ সূত্রে জানা যায়, সদর উপজেলার আঠিয়াতলী গ্রামের দেলোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। বুধবার সকালে সে ছোরা নিয়ে  ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে আক্রমণ করে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে মারধর করে থানায় খবর দেয়। পুলিশ আব্দুর রহমান ও দেলোয়ারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শহর যুবলীগ নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে দেলোয়ারের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

ফরিদপুরে সংঘর্ষ ভাঙচুর লুট : ফরিদপুর প্রতিনিধি জানান, সালথায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। ২ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের সময় উভয়পক্ষের ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লাটপাট করা হয়। উপজেলার ফুকরা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

সর্বশেষ খবর