বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নাটোরে নির্বাচন-উত্তর সহিংসতা

নাটোর প্রতিনিধি

নাটোর-২ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতা হয়েছে। বিভিন্ন এলাকায় বিএনপি কর্মী-সমর্থকদের বাড়ি-দোকান দখলের হুমকি ও আখখেত পুড়িয়ে দিয়েছে। নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি এ অভিযোগ করেন। তিনি বলেন, সদর উপজেলার চকআমহাটি কালিবাড়ি মোড়ের বিএনপি কর্মী আনু মিয়াকে ভোটের পর থেকে তার দোকান বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে। বৈদ্যবেলঘড়িয়া এলাকার বিএনপি কর্মী মকবুল মেম্বার ও সালাম তালুকদারের আখখেত আগুনে পুড়িয়ে দিয়েছে। বাকশোরঘাট এলাকায় ধানের শীষে ভোট দেওয়ায় এক মহিলাকে হুমকি দেওয়া হয়েছে। এসব বিষয় পুলিশকে জানানো হয়েছে।

আনসার সদস্যের পরিবারকে অনুদান : কুষ্টিয়া প্রতিনিধি জানান, দৌলতপুরে নিহত আনসার সদস্যের পরিবারকে যশোর সেনানিবাসের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। উপজেলার ফারাকপুর গ্রামে খলিলের স্ত্রী খনজনা বেগমের হাতে গতকাল টাকা তুলে দেন সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান। গত শনিবার খলিল ম-লের সঙ্গে একই গ্রামের জাদু মিয়াকে নির্বাচনী ডিউটি না দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাদু খলিলের গলায় জড়ানো মাফলার দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে।

সর্বশেষ খবর