বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

সাবেক এমপি কারাগারে

ট্রেন পোড়ানো ও নাশকতা মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলীকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদত হোসেন গতকাল এ আদেশ দেন। আকবর আলীর আইনজীবী জানান, ১৩টি মামলায় জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন তার মক্কেল। শুনানি শেষে বিচারক সাতটি মামলায় জামিন মঞ্জুর ও ছয়টিতে নামঞ্জুর করেন।-সিরাজগঞ্জ প্রতিনিধি

স্কুলব্যাগ বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের সঙ্গে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলার ধানখালীর কলেজ বাজারে মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুলের ২০০ শিক্ষার্থীর হাতে গতকাল বই ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। ঝরেপড়া রোধে ও শিশুদের স্কুলগামী করতে এ উপকরণ বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’।

-কলাপাড়া প্রতিনিধি

মা সমাবেশ

বরগুনার আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে গতকাল মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে প্রিন্সিপাল আবদুর রশিদ খাঁনের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। পরে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

-আমতলী প্রতিনিধি

মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক বিক্রির অভিযোগে করা মামলায় নাদিরা বেগম ফুরকুন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের গতকাল এ রায় দেন। -সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর