Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৩ জানুয়ারি, ২০১৯ ২২:৫৯

চাচা-ভাতিজাসহ নিহত ৪

প্রতিদিন ডেস্ক

চাচা-ভাতিজাসহ নিহত ৪

ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ ও টাঙ্গাইলে সড়কে প্রাণ গেছে দুজনের। প্রতিনিধিদের খবর বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। তারা হলেন বাইখীর গ্রামের সোহরাব মোল্লার ছেলে আকু মোল্লা (৪০) ও আকুর ভাতিজা বাইখীর বনচাকী সিনিয়র দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল মোল্লা (১৫)। এ সময় আহত হন সোহেলের বাবা কাশেম মোল্লা (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক্ষীরের বনচাকী মোড় এলাকায় বোয়ালমারীগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী লোকাল বাসের সংঘর্ষে এ হতাহতের দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ : বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক ছাত্র। উপজেলার নতুন বাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান পশ্চিম দ্বিমুড়া গ্রামের আব্দুর রহমানে ছেলে ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। আহত মোঘল চাঁদকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। টাঙ্গাইল : কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলাকায় গতকাল সকালে দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মন্তব্য