শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম।

গতকাল জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। -গোপালগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর স্বাধীনতায় বিশ্বাসীদের জয় হয়েছে 

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিএসএমইউয়ের উপ-উপচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে দেশবাসী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রায় দিয়েছেন। এ বিজয় শুধু আওয়ামী লীগ বা মহাজোটের নয়, এ বিজয় স্বাধীনতা বিশ্বাসী সবার। এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। গতকাল কাপাসিয়া উপজেলা দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

-গাজীপুর প্রতিনিধি

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ

কক্সবাজারের চকরিয়ায় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪০ বছর। বৃহস্পতিবার রাত ১০টায় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আবদুল বারি পাড়ার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ ধারণা করছে, কেউ তাকে হত্যা তরে তাকে ফেলে রেখে পালিয়েছে। -চকরিয়া প্রতিনিধি

বাউফলবাসীর প্রত্যাশা

পটুয়াখালী-২ আসনে সপ্তম বারের মতো এমপি হয়েছেন আ.স.ম ফিরোজ। ১৯৭০ ও ১৯৭৩ সালে এই আসনে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট খন্দকার আবদুল আজিজ এমপি হন। ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এমপি হন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ। ২০০১-এ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হলেও ২০০৮’র নির্বাচনে পুনরুদ্ধার করেন ফিরোজ। তাকে করা হয় জাতীয় সংসদের হুইপ। ২০১৪’র নির্বাচনে ফের  নির্বাচিত হলে তাকে চিফ হুইপ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন, আসম ফিরোজকে মন্ত্রী করা হবে- এমনটাই প্রত্যাশা বাউফলবাসীর।-বাউফল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর