রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন জেলা প্রশাসক ও সদরের ইউএনও। এছাড়া মেহেরপুর, দিনাজপুর ও ময়মনসিংহের ভালুকা কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের খবর-

চুয়াডাঙ্গা : জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও সদরের ইউএনও। শুক্রবার রাতে ৩১০ শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হয় শীতের কম্বল। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, প্রকৃত শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়। সরকার থেকে যেসব কম্বল বরাদ্দ পাওয়া গেছে তা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাগত থাকবে। মেহেরপুর : গাংনী উপজেলা শহরের আখ সেন্টারপাড়ায় আশ্রয় নেওয়া পাঁচটি বেদে পরিবারের ১২ শিশু, নারী ও বৃদ্ধের মধ্যে কম্বল বিতরণ করা হয়ে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া এ কম্বল তুলে দেন ইউবনও বিষ্ণুপদ পাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চিত্তরঞ্জন কুমার। দিনাজপুর : সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নে এক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ্ মো. আনোয়ার হোসেন। ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলার ঝালপাজা গ্রামে শীতার্তদেড় হাজার নারী-পুরুষের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়। স্থানীয় সুপ্তি সোয়েটার্স লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুনের সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ খবর