রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘শ্রমিক উসকে দিতে মাঠে কুচক্রী মহল’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘নারায়ণগঞ্জে আবারও শ্রমিক আন্দোলন উসকে দেওয়ার জন্য মাঠে নেমেছে একটি কুচক্রী মহল। নির্বাচনের আগে ফতুল্লায় শ্রমিক অসন্তোষে নাশকতার অভিযোগে ছাটাই হওয়া শ্রমিকদের নিয়ে এ অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চলছে।’ ফতুল্লার কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকরা এ অভিযোগ করেন।

তারা বলেন, সরকার নতুন ঘোষিত পে-স্কেলের চেয়ে ৮০০ থেকে ১৫০০ টাকা বেশি বেতন পরিশোধের পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিককে দুই দিন ধরে রাস্তায় নামিয়ে অসন্তোষ দেখানো হচ্ছে। উদ্দেশ্য এখান থেকে সারা দেশে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা। কয়েকটি কুচক্রী মহল পেছন থেকে শ্রমিকদের উস্কে দিচ্ছে। গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে অবন্তী কালার টেক্স লিমিটেডের কিছু শ্রমিক বঙ্গবন্ধু সড়কের এক পাশ বন্ধ রেখে সমাবেশ করেছে।

অবন্তী কালারের মালিক আসলাম সানি বলেন, ‘গত ২ ডিসেম্বর শ্রমিকদের সরকার ঘোষিত পে-স্কেল থেকেও বেশি মজুরি পরিশোধ করা হয়েছে। মূলত আন্দোলনে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সাধারণ শ্রমিকদের ইন্ধন দিচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি জানান, এ চক্রটি নির্বাচনের আগে বিসিকে ভয়াবহ নাশকতা সৃষ্টি করে হাজার কোটি টাকার ক্ষতি করেছিল।

সর্বশেষ খবর