সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সেই খালের বাঁধ কেটে দিল কৃষক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সেই খালের বাঁধ কেটে দিল কৃষক

বরিশালের আগৈলঝাড়ায় প্রবহমান খালের মুখে দেওয়া সেই বাঁধ কেটে দিয়েছে ক্ষুব্ধ কৃষকরা। কৃষি ব্লকে পানি না পাওয়ায় গতকাল তারা এক জোট হয়ে উপজেলার রাজিহার খালের বাঁধটি কেটে দেয়। এরপর ওই খালে পানি চলাচল স্বাভাবিক হয়। বরিশাল সওজ বিভাগের নিয়োগ করা ঠিকাদার ব্রিজ নির্মাণের জন্য রাজিহার খালের মুখে প্রায় দুই সপ্তাহ আগে বাঁধ দেয়। বোরো আবাদ মৌসুমে খালে বাঁধ দেওয়ায় রাজিহার, বাকাল ও গৈলা ইউনিয়নের একটি অংশের কয়েক হাজার কৃষকের বোরো আবাদ পানির অভাবে ব্যাহত হচ্ছিল। ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা বাঁধ অপসারণ করেনি। গতকাল বাঁধ কাটার সময় সেখানে উপস্থিত হন ইউএনও বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রইচ সেরনিয়াবাত, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিনসহ জনপ্রতিনিধিরা। ইউএনও বলেন, সওজের উন্নয়ন কাজের জন্য আবার বাঁধ দেওয়ার প্রয়োজন হলে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

সর্বশেষ খবর