বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া-২ : আজ তিন কেন্দ্রে পুনঃভোট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত ৩টি কেন্দ্রে আজ ৯ জানুয়ারি পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো আশুগঞ্জের সোহাগপুর, যাত্রাপুর ও বাহাদুরপুর। এই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪।

‘৩ কেন্দ্রে মৃত-প্রবাসী ভোটার ৫৬৩’ : এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী উকিল আবদুস সাত্তার নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন, আসনটির তিন কেন্দ্রের মোট ভোটারের মধ্যে মৃত ও প্রবাসী মিলে রয়েছে ৫৬৩ জন ভোটার রয়েছেন। লিখিত অভিযোগে বলা হয়, এই ৫৬৩ ভোট বাদ দিয়ে স্থগিত তিন কেন্দ্রের শতভাগ ভোট কাস্ট হলে এবং এ সব ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে পড়লেও তিনি ১৪৮ ভোটে বিজয়ী থাকেন। সড়ক দুর্ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আহত : আশুগঞ্জে গতকাল দুপুরে  সড়ক দুর্ঘটনায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈনসহ সাতজন আহত হয়েছেন। দুপুরে মঈনউদ্দিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে সোনারামপুর সেতু পার হয়ে আশুগঞ্জের উজান-ভাটি সেতুর দিকে যাওয়ার সময় মালবাহী ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে মঈনউদ্দিনের বহনকারী গাড়ি ও পেছনে থাকা তিনটি মোটরসাইকেলের ওপর পড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর