বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে বনভান্তের জন্মোৎসব পালিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বনভান্তের জন্মোৎসব পালিত

মঞ্চে মহাসাধক সাধনান্দ মহাস্থবির বনভান্তে (ডানে) ও দুই পুণ্যার্থী

শত বছরপূর্ণ হলো মহাপরির্বানপ্রাপ্ত বৌদ্ধ আর্য্যপুরুষ মহাসাধক সাধনান্দ মহাস্থবির বনভান্তের। এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠান ও আনন্দ উল্লাসের মধ্যদিয়ে বনভান্তের জন্মোৎসব পালন করে পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গতকাল ভোরে রাঙামাটি রাজবন বিহারের কেক কেটে বনভান্তের জন্মোৎসবের সূচনা করেন তারই শিষ্যসংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এরপর ফুল হাতে ছুটে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অগণিত পুণ্যার্থীরা। ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই রাঙামাটির প্রধান সড়ক মিশে যায় হাজার-হাজার মানুষের পদভারে। সে সময় রাঙামাটি রাজবন বিহারের ৩২ একর বিস্তৃত এলাকা পরিণত হয় লোকারণ্যে। সব বিভেদ ভুলে নগ্ন পায়ে সবাই একাকার ফুল হাতে। মহাপরির্বানপ্রাপ্ত বৌদ্ধ আর্য্যপুরুষ মহাসাধক  সাধনান্দ মহাস্থবির বনভান্তের প্রতি জানায় গভীর শ্রদ্ধা।

সর্বশেষ খবর