শিরোনাম
বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাহারাদারদের বেঁধে ২২ দোকানে লুট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম বাজারে পুলিশ পরিচয়ে পাহারাদারদের ডেকে নিয়ে বেঁধে রেখে ২২টি দোকানে লুটপাট চালায়। এ সময় তারা দোকানগুলো থেকে নগদ টাকাসহ মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি দোকানগুলো থেকে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। সোমবার রাত ১টায় এ ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাজারের ৬ পাহারাদারকে থানায় নিয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ওই বাজারের পাহারাদার হামেদ আলী, সোলেমান হোসেন, সাহের আলী, আব্দুল গোফফার, জাহাঙ্গীর হোসেন ও শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে তারা তিনভাগে বিভক্ত হয়ে বাজার পাহারা দিচ্ছিলেন। রাত ১টার দিকে একটি ট্রাক দেওগ্রাম স্ট্যান্ডে এসে দাঁড়ায়। ওই ট্রাক থেকে অন্তত ২০ জন লোক নেমে সামনে থাকা দুই পাহারাদারকে ডেকে নেয়। তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে জানায় মাদকের একটি চালান আটক করতে তারা অভিযানে এসেছেন। এ জন্য তারা ওই বাজারের সব পাহারাদারকে সহযোগিতা করার জন্য একত্রিত হতে বলেন। সব পাহারাদার সেখানে পৌঁছলে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বেঁধে ফেলে।

সর্বশেষ খবর