বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

নিরপরাধদের নাম মামলা থেকে প্রত্যাহার দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় সৌরভ আহমেদ মীম নামে এক যুবক হত্যার ঘটনায় করা মামলা থেকে ‘নিরপরাধ’ ব্যক্তিদের নাম প্রত্যাহার দাবিতে বিক্ষোভ-মাননবন্ধন হয়েছে। জেলা শহরের শিমরাইল কান্দি এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা জমসেদ আলম। 

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবৈধ মাটি কাটা বন্ধ করল প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার বিলে ভেকু দিয়ে কৃষকদের জমির পাশাপাশি সরকারি জমি থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। -রূপগঞ্জ প্রতিনিধি

দল ছাড়লেন বিএনপি নেতা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

-নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

৫২ জেলে আটক

বঙ্গোপসাগরের মাঝে বঙ্গবন্ধু আইল্যান্ড এলাকায় অবৈধভাবে মাছের পোনা আহরণের অভিযোগে ৫২ জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ ছাড়া জব্দ ট্রলার, মাছ ও জালের মূল্য ২ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে  কোস্টগার্ড। -বাগেরহাট প্রতিনিধি

কীটনাশক উদ্ধার

মাগুরা সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরির বড় ধরনের একটি কারখানার সন্ধান পেয়েছে কৃষি বিভাগ। মঙ্গলবার বিকালে মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তির অবৈধ কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ  ভেজাল সার ও কীটনাশক।-মাগুরা প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর