বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেহেন্দিগঞ্জ বিএনপির ৩৯ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

একাদশ জাতীয় নির্বাচনের আগে এক আওয়ামী লীগ নেতার দায়ের করা নাশকতার মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র ৩৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষে গতকাল দুপুরে ওই মামলার ৩৯ নেতাকর্মী বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসর্মপন করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে সকল আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামীপক্ষের আইনজীবী উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক নুরুল হক রাজু জানান, গত ১১ নভেম্বর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গায়েবী মামলা দায়ের করেন মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. আলতাফ হোসেন। মামলা দায়েরের ১৫ দিন আগের একটি কাল্পনিক ঘটনার কথা উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁনপুর ইউনিয়নের কাশীপুর এলাকায় সড়কের ১ হাজার ইট উপরে ফেলে এবং নবনির্মিত পানি সরবরাহের পাইপ কেটে ফেলে আসামীরা। তবে এই ঘটনা পুরোপুরি মিথ্যা দাবী করে উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের মাঠের বাইরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর