সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১০ দিনে পাঁচ গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গঙ্গাচড়ায় বিভিন্ন এলাকায় গবাদিপশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১০ দিনের ব্যবধানে ৫টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে কয়েকশ গরু। তবে আক্রান্তের মধ্যে বাছুরের সংখ্যাই বেশি।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে গবাদি পশুর খুরা রোগ দেখা দিয়েছে। এ রোগে কমপক্ষে ৫টি গরু মারা গেছে। মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা বলেন, এটি ভাইরাসজনিত রোগ। এ জন্য গবাদিপশুকে ভ্যাকসিনসহ আক্রান্ত পশুর মুখ খাবার সোডা কিংবা পাউডার দিয়ে ধুয়ে দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর