শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছয় জেলায় পাঁচ মোটরসাইকেল আরোহীসহ ১৩ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় পাঁচ মোটরসাইকেল আরোহীসহ ১৩ প্রাণহানি

রংপুর, বগুড়া, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পাঁচ মোটরসাইকেল আরোহীসহ ১৩ জন নিহত হয়েছেন। বুধবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- রংপুর : পীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বিশমাইল এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। একই সময় তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বিশমাইল এলাকায় আঞ্চলিক রাস্তা থেকে মহাসড়কে ওঠার চেষ্টা করলে বাসটি তাদের ধাক্কা দেয়। বগুড়া : কাহালু উপজেলার কালিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাহালু উপজেলার দুর্গাপুর লোকনাথপাড়ার কামরুল ইসলা সুজা ও ফজলুল হক খান লেবু। টাঙ্গাইল : টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলায় গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৪ জন। পুলিশ জানায়, গতকাল দুপুরে  ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি আরেকটি বাসকে ওভারটেকিং করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। আহত হন ২৫ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় সুগন্ধা নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং আহত হয়েছেন ১৮ জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা : লাকসামে নোয়াখালীগামী হিমাচল বাসের সঙ্গে লাকসামগামী যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষে অটোর দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- লাকসাম পৌরসভার ইদ্রিস মিয়া ও আমতলী গ্রামের আল আমিন। নওগাঁ : মান্দা উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয় এলাকায় এবং দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার মহানগর নিচপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মান্দা উপজেলার চকগোপাল গ্রামের ইমান আলীর স্ত্রী আলতা বেগম ও রাজশাহীর তানোরের রফিকুল ইসলামের ছেলে মামুন।

সর্বশেষ খবর